সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। তবে, করোনা মহামারির প্রাদুর্ভাবে তারাবির জামাত আদায়ের ওপর সরকারি বিধিনিষেধ নিয়ে দ্বিধা-বিভক্ত পড়েছেন মুসল্লিরা। সরকারি বিধিনিষেধ মেনে সীমিত মুসল্লির উপস্থিতিতে তারাবির জামাত হয়েছে মক্কায়। ইমামতি করেন ডক্টর আব্দুল রহমান আল সুদাইস। শুধু মসজিদের কর্মী ও তত্বাবধায়করা সামাজিক দূরত্ব মেনে এতে অংশ নেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে ১০ রাকাতে শেষ হয় তারাবির জামাত। পূর্ব ঘোষণা অনুযায়ী তারাবির জামাত হয়নি জেরুজালেমে অবস্থিত মুসলিমদের প্রথম কিবলা হিসেবে পরিচিত আল আকসা মসজিদে।
সর্বাধিক মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ায় গতানুগতিক তারাবির জামাতে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও মানেনি আচেহ প্রদেশ। নানা বয়সী মুসল্লির উপস্থিতিতে তারাবি আদায় হয় মসজিদে। পাকিস্তানে মসজিদে তারাবি আদায় নিয়ে সরকারের সাথে সাংঘর্ষিক অবস্থান নিয়েছে একাধিক অঞ্চলের মুসল্লিরা। সিন্ধু প্রদেশে কঠোর বিধিনিষেধ প্রায় অমান্য করে তারাবির জামাত আদায় হয়েছে। সরকারি বিধিনিষেধ তুলতে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে জোর দাবি তুলেছেন মুসলিম নেতারা। এবিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য না করলেও তারাবির জামাত টিভিতে সরাসরি সম্প্রচারের নির্দেশ দিয়েছেন ইমরান।