করোনা ভ্যাকসিনের অপর্যাপ্ত সরবরাহের কারণে থমকে যাওয়া টিকাদান কর্মসূচি আবারও শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়। তবে, গণহারে নয়; আপাতত টিকা নিতে পারবেন সরকারি নীতিমালায় অগ্রাধিকারের তালিকাভূক্ত জনগোষ্ঠী।
জর্জিয়া ডিপার্টমেন্ট অব হেলথ জানিয়েছে, প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকেরা ছাড়াও সম্মুখসারির করোনা যোদ্ধাদের জন্য এই টিকা বরাদ্দ করা হয়েছে। সম্মুখসারির যোদ্ধাদের তালিকায় রয়েছেন চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স কর্মী ও পুলিশ কর্মরর্তারা।
১১ জানুয়ারি থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হলেও অপর্যাপ্ত সরবরাহের কারণে প্রথম ধাপে স্থানীয় জনগোষ্ঠীর সবাইকে এর অন্তর্ভূক্ত করা হয়নি। কেবল আগে থেকে নিবন্ধিত ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন। এছাড়া, টিকা নেয়ার পর অন্তত ১৫ মিনিট স্বাস্থ্যসেবা কর্মীদের পর্যবেক্ষণে থাকতে হবে।