জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ শুরু হচ্ছে আজ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । দিবসটি উপলক্ষে দেয়া বানীতে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ স্বাস্থ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। যার সুফল জনগণ পেতে শুরু করেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের এবারের প্রতিপাদ্য, ‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’। দিবসটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য অধিকার বিষয়ক সেমিনার, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেবা সপ্তাহ শেষ হবে ২৩ এপ্রিল।