পদ্মা সেতুর ৪০তম স্প্যান শুক্রবার বসানো হয়েছে। ৩৯তম স্প্যান বসানোর ৭ দিনের মাথায় ১৫০ মিটার দৈর্ঘ্যে এই স্প্যান বসলো। শুক্রবার ১০টা ৪৫ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১১ ও ১২ নম্বর খুঁটির ওপর স্প্যানটি বসানো হয়। সেনাবাহিনীর ৪ টি স্পিডবোটের নিরাপত্তার মধ্যে মাত্র দুই ঘন্টায় পিলারের উপর তুলে দেয়া সম্ভব হয় ৪০তম স্প্যানটি।
এই স্প্যানটি বসানো সম্পন্ন হওয়ায় সেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এরপর আর একটি স্প্যান বসানো হলে দৃশ্যমান হবে সম্পূর্ন সেতু। ২৭ নভেম্বর মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর খুঁটির ওপর ৩৯তম স্প্যানটি বসানো হয়েছিল।
সাাম্প্রতিক সময় কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রকল্প কর্তৃপক্ষ বলছে, আগামী ১০ দিনের মধ্যে সর্বশেষ ৪১ তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান হবে পুরো সেতু। ১৬ ডিসেম্বরের আগেই ১২ ও ১৩ নম্বর খুঁটিতে স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ ৪১তম স্প্যানটি বসানোর লক্ষ্যে কাজ চলছে। ২০১৪ সালের ডিসেম্বরে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
দেশে করোনা টিকার প্রথম চালান আসছে বুধবার
করোনা ভ্যাকসিনের প্রথম চালান আগামী ২০ জানুয়ারি বুধবার