নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি টায়ার তৈরির কারখানার গুদামের মেশিনারিজসহ অন্যান্য আসবাবপত্র। সকালে সদর উপজেলার ফতুল্লা থানার পোস্ট অফিস রোডে ইস্ট এশিয়ান কক্স নামের কারখানায় এ আগুন ঘটে। প্রত্যক্ষদর্শী ও কারখানা কর্তৃপক্ষ জানায়, সকাল পৌনে আটটার দিকে কারখানার নীচতলায় গুদামে আগুন দেখা যায়।
পরে তা দ্রুত কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় আগুনের কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে গেলে কারখানার শ্রমিকরা ও এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
আগুনে কারখানার গুদামে থাকা বিপুল পরিমান কেমিক্যাল, ফার্ণেশ অয়েল ও মেশিনারিজসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।