গোপালগঞ্জের হরিদাসপুরে একটি মাহেন্দ্রকে বাস চাপা দিলে ঘটনাস্থলেই সাতজনসহ অন্তত ১০জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা উদ্ধার কর্মীদের। নিহতদের মধ্যে মাহেন্দ্র চালক রাজিব মোল্লা, হরিদাসপুর গ্রামের সাদ্দাম মোল্লা ও গোপালগঞ্জের ডুমদিয়া গ্রামের মোর্শেদ গাজীর নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ দুর্ঘটনায় বাস, মাহেন্দ্র যাত্রী ও পথচারী নিহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী গোল্ডেন লাইনের একটি বাস হরিদাসপুরে থ্রি-হুইলার মাহেন্দ্রকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে শিশুসহ ১০জন জন মারা যায়।