রংপুরের পাগলাপীরে ট্রাক চাপায় নিহত হয়েছে চারজন। আহত হয়েছে পাঁচজন। পুলিশ জানায়, সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে রংপুর নগরির হাজিরহাট যাচ্ছিলো। অটোরিকশা দুটি পাগলাপীর এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকের তিন যাত্রী। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় মেডিকেলে ভর্তি করেন। সেখানে মৃত্যু হয় আরেকজনের। হতাহতদের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এবং তারা শ্রমিক, জানিয়েছে পুলিশ।
২৬ জানুয়ারি, মঙ্গলবার ২০২১
সকাল ৮:৩০ : অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’। সকাল ১০:৩০