করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য। দায়িত্ব পালনের সময় করোনায় আক্রান্ত হয়ে মারা যান পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান তালুকদার। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন। করোনা পজেটিভ হওয়ায় গত ১১ মে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সোমবার সকালে মারা যান তিনি। সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে তার বাড়ি। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৯ সদস্য করোনায় প্রাণ হারালেন।
২৬ জানুয়ারি, মঙ্গলবার ২০২১
সকাল ৮:৩০ : অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’। সকাল ১০:৩০