নেত্রকোনার বারহাট্রায় রেললাইনে ঘুমিয়ে ট্রেনে কাটা পড়েছেন তিনভাই। রবিবার ভোরে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের দশাল এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহতেরা হলেন – স্বপন মিয়া, রিপন মিয়া ও তাদের চাচাতো ভাই মুখলেস মিয়া। পুলিশ জানায়, দশাল গ্রামের ওই তিন ভাই রেলপথের পাশে একটি ছোট জলাশয়ে মাছ ধরতে যান।
গভীর রাত পর্যন্ত জলাশয়ের পানি নিস্কাশনের কাজ করেন তারা। এক পর্যায়ে ক্লান্ত হয়ে রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন তারা। রাত ১২ টায় ঢাকা থেকে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণার মোহনগঞ্জের উদ্দেশে যাত্রা করে। ভোর চারটার দিকে বারহাট্টা সদরের দশাল এলাকায় ট্রেনের নীচে কাটা পড়েন স্বপন, রিপন ও মুখলেস।