সিলেটের আখালিয়ার কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এরপর থেকে বন্ধ রয়েছে জেলার বিদ্যুৎ সরবরাহ। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে আগুন লাগে সিলেটের আখালিয়ার কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ছুটে যায় ঘটনাস্থলে। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বন্ধ রাখা হয়েছে বিভাগের বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ।
সিলেট নগরীসহ আশপাশের এলাকাগুলোতে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেনি বিদ্যুৎ বিভাগ। দ্রুত সময়ের মধ্যে সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংশ্লিষ্টরা। আগুনের সূত্রপাতের বিষয়টিও খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল।