রাজধানীর বিমানবন্দর সড়কের পদ্মা অয়েল গেটের কাছে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন।
সোমবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আকাশ ইকবাল ও তার স্ত্রী মায়া হাজারিকা। আকাশ ইকবাল পদ্মা সেতু প্রকল্পে এবং মায়া হাজারিকা হোটেল লেক ক্যাসলে চাকরি করতেন। পুলিশ জানায়, নিহত দু’জন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দিয়েছিলেন। বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালের কাছে যে ইউলুপ রয়েছে, সে জায়গায় আজমেরী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তাঁরা। পুলিশ জানিয়েছে, ধাক্কা দেওয়া বাসটি থানায় নিয়ে আসা হয়েছে।
এই দম্পতির মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।