সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
বুধবার দুপুরে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বগাইল টোলপ্লাজা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মহাসড়কেই উল্টে যায় বাসটি। নিহতদের একজন আব্দুর রশীদ। তিনি চুয়াডাঙ্গার পেয়ারাতলা এলাকার বাসিন্দা। বাকি দু’জনের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।