চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশে আর নির্বাচন হবে কিনা এমন সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ সংশয় প্রকাশ করেন।
বিএনপির সিনিয়র নেতা আমীর খসরু বলেছেন, চট্টগ্রাম সিটি নির্বাচনের উপর অনেক কিছুই নির্ভর করছে। এই নির্বাচন বানচাল করতে সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি। গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে পুলিশের ভয়ভীতি প্রদর্শন, পরিবারের সদস্যদের হেনস্থা করাসহ প্রার্থীদের এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয়ার অভিযোগও তুলেছেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ দলের সিনিয়র নেতারা উপস্হিত ছিলেন।