করোনা সংক্রমণ ও মৃত্যু না কমলেও দেশে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমছে। নানা ছুঁতায় মাস্ক পরছেন না অনেকে। তরুণদের মাঝে এই সংখ্যা বেশি। মানুষের এ অবহেলা ও উদাসিনতায় সংক্রমণ বাড়ছে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ফার্মগেট এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রি করলেও নিজের মুখেই মাস্ক না থাকার এমন দৃশ্য রাজধানীর অন্যান্য এলাকায়ও। ফার্স্টফুডের দোকানে জুস তৈরি করছেন, কিন্তু মুখে মাস্ক নেই- এমন কাণ্ডও যেখানে- সেখানে।
জনাকীর্ণ এলাকায় ফল বিক্রেতার মুখেও মাস্ক নেই। কারণ কী? অযুহাত তো তৈরিই আছে তাদের। আবার নানা কারণে বাইরে বের হওয়াদের অনেকের মুখেই নেই মাস্ক। দম বন্ধ হওয়া, গরমের কষ্ট বা ভুলে আনেননি। এসব অযুহাতে কি ছাড় দেবে মহামারি করোনা? চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের অনেক দেশ সংক্রমণ শুরুর এতো দিনে নিয়ন্ত্রণে এলেও উল্টো চিত্র বাংলাদেশে। মানুষ সচেতন না হলে আইন দিয়ে স্বাস্থ্যবিধি মানানো কঠিন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।