দৃর্বৃত্তের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তবে এখনো আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছেন ডা. সিরাজুল ইসলাম। তিনি জানান, ওয়াহিদার ডান হাতের দূর্বলতা কাটিয়ে উঠছে, এখন তিনি তার ডান হাত নাড়াচাড়া করতে পারলেও ডান পায়ে এখনো কোন শক্তি আসেনি। নিয়মিত চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি দেয়া হচ্ছে বলেও জানান। এদিকে, ইউএনও”র বাবা ওমর আলী শেখকেও উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ি চিকিৎসা দেয়া হবে বলেও জানান ডা. সিরাজুল ইসলাম।
২৬ জানুয়ারি, মঙ্গলবার ২০২১
সকাল ৮:৩০ : অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’। সকাল ১০:৩০