মাস্ক ব্যবহার না করায় রাজধানীতে বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রাজধানীর রাসেল স্কয়ারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী পরিচালিত অভিযানে ঐ জরিমানা করা হয়।। মাস্ক ব্যবহার নিশ্চিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বলেন, সাধারণ মানুষ সচেতন না হলে করোনা সংক্রমন প্রতিরোধ সম্ভব হবে না। তিনি বলেন, অনেকেই জরিমানার ভয়ে মাস্ক পরছেন, আবার একটু পরেই খুলে ফেলছেন। নিজেদের স্বার্থেই সকলকে মাস্ক পড়ার আহবান জানান মনিষা রানী।