জনগণের মাঝে মাস্ক ব্যবহার বাড়াতে শনিবারও রাজধানির বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। এসময় মাস্ক না পরার কারনে বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়। আর, প্রান্তিক জনগোষ্ঠীর সচেতনতা বাড়াতে সরকারি বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেনের। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। প্রতিষেধক না আসা পর্যন্ত প্রতিরোধের ওপর জোর দিচ্ছে সরকার।তাই সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করাই এখন মুল কাজ। কিন্তু নানা উদ্যোগেও অনেকে নির্লিপ্ত ঘোরাঘুরি করছেন মাস্ক ছাড়া, কেউ ঘুরছেন থুতনিতে মাস্ক নিয়ে কেউবা পকেটে নিয়ে।
এবস্থায় নগরবাসীকে সচেতন করতে শনিবারও রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। মোহাম্মদপুর টাউন হল বাজার এলাকায় মাস্কও বিতরণ করে ভ্রাম্যমান আদালত। এসময় মাস্ক না থাকায় অনেকেই ভ্রাম্যমান আদালত দেখে সটকে পড়েন। এছাড়া মাস্ক ছাড়া বের হওয়ায় এবং বাজারে আসায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। শুধু জরিমানা করার উদ্দেশ্যেই নয়, সচেতনতা বাড়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানান ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। নগরবাসীকে আরো সচেতন করতে ভ্রাম্যমান আদালত চলবে বলেও জানান তিনি। আহাম্মেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।