নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের মির্জা। দুর্নীতি-দু:শাসনের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার কথা জানান সদ্য নির্বাচিত এই মেয়র।
১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জানান, ৬৬ দশমিক দুই ছয় শতাংশ ভোট পড়েছে এই পৌরসভা নির্বাচনে। ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট, বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৩৮ ভোট এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী মাওলানা মোশারফ হোসেন পেয়েছেন ১ হাজার ৪৫১ ভোট। শনিবার সকাল আটটায় ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবেই শেষ হয় বসুরহাটের নির্বাচন। সকাল আটটায় বড় রাজাপুর উদয়ন ক্রিকেট একাডেমি কেন্দ্রে ভোট দেন তিনি।