করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসির সিনিয়র গবেষণা সহকারী ও চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক আফজাল হোসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন আফজাল হোসেন বৃহস্পতিবার বিকালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র একত্রিশ বছর। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে জানাজা শেষে তার মরদেহ নিজ জেলা পঞ্চগড়ে নিয়ে যাওয়া হবে। সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে। সদ্য প্রয়াত আফজাল হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে সাংবাদিকতায় যোগ দেন।