ভারত থেকে আনা করোনার টিকার অঙ্গীকারনামা নিয়ে জনগণ সন্দিহান। এমনই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের ভ্যাকসিন দিয়ে বাংলাদেশের মানুষকে গিনিপিগ বানানো হচ্ছে বলে মনে করেন তিনি।
সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের গালিব স্মরণীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে গরীব দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রুহুল কবির রিজভী। এরপর আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। মাহফিলে কোকোর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এর আগে দেয়া বক্তব্যে রিজভী অভিযোগ করেন, জীবন বাঁচানোর নামে জনগণকে তাচ্ছিল্য করছে সরকার।