নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, করোনা ভ্যাকসিন নিয়ে শুরু থেকেই মিথ্যাচার করছে সরকার। জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ স্মরণে আয়োজিত আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এ অভিযোগ করেন।
শহীদ আসাদের ছোট ভাই ডাক্তার নূরুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ভ্যাকসিন নিয়ে সরকার পর্যায়ের চুক্তি না করে বেক্সিমকোকে ব্যবসা করার সুযোগ করে দেয়া হয়েছে। দেশে লুটপাট চলছে উল্লেখ করে তিনি বলেন সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জনগনের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে সব দল মতের ঐক্য গড়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের আহবায়ক।