২০১৬-০৭-০৫ নিউজ ডেস্ক বাইসাইকেল ভালোবাসা বিরতিহীন নাটক – বাইসাইকেল ভালোবাসা নাজনীন হাসান চুমকী’র রচনা ও রাসেল শিকদার-এর পরিচালনায় নাটক ‘বাইসাইকেল ভালোবাসা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন ইমন, উর্মিলা, সাফা কবির, রওনক হাসান প্রমুখ।