২০১৬-০৭-০৫ নিউজ ডেস্ক অলৌকিক প্রেমের ঘ্রাণ অলৌকিক প্রেমের ঘ্রাণ টেলিফিল্ম ‘অলৌকিক প্রেমের ঘ্রাণ’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ২য় দিন বেলা ২টা ১০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। টেলিফিল্মে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, অপর্ণা, অর্ষা, রুনা খান প্রমুখ।