অমর একুশে বইমেলা শুরু হচ্ছে ১৮ মার্চ থেকে। ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০’ ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
তিনি জানান, ১৮ মার্চ থেকে বইমেলা শুরুর অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মেলা পরিচালনার কথাও জানান বাংলা একাডেমির মহাপরিচালক। তবে কতদিন চলবে এবারের মেলা, স্টল সংখ্যা কমছে কি না- তা পরবর্তীতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ঠিক করার কথা জানিয়েছেন তিনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার কথাবার্তা চলছিল। যদিও এর বিরোধিতা করেছিলেন প্রকাশকরা।
ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরুর প্রচলন রয়েছে। রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন।