পাইকারি বাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না আলু। মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযানে গিয়ে এর সত্যতা পেয়েছে র্যাব। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে কেজি প্রতি ১০ থেকে ১২টাকা বেশি দরে আলু বিক্রি হচ্ছে। ফলে তাৎক্ষণিক জরিমানা করা হয় পাইকারি ব্যবসায়িদের।
আলুর দাম উদ্ধমুখী ঠেকাতে মূল্য নির্ধারন করে দিয়েছে সরকার। পাইকারি ৩০ টাকা ও খুচরা বাজারে ৩৫ টাকা বিক্রির কথা থাকলেও বেশিরভাগ জায়গায় তা মানা হচ্ছে না। এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত। ৩০ টাকার আলু দোকানভেদে ৪০ থেকে ৪২ টাকা বিক্রি হওয়ায় তাৎক্ষিক জরিমানা গুনতে হয় ব্যবসায়িদের।
র্যাবের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, আলু নিয়ে জনগণের ভোগান্তি দূর করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাইকারি বাজারের পাশাপাশি, হিমাগারগুলোতেও অভিযান চালানোর কথা জানায়, আইন শৃঙ্খলা বাহিনী। জনগনের সুবিধা বিবেচনায় সরকারের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান, ক্রেতারা।
সিকান্দার রেমান
বাংলাভিশন, ঢাকা।