রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে আলুর সরবরাহ, কমেছে দাম। বিক্রেতারা বলছেন, কয়েক সপ্তাহের মধ্যে দাম আরো কমে আসবে। তবে, সুখবর নেই সবজির বাজারে। বেশিরভাগ সবজির দাম পঞ্চাশ টাকার ওপরে। সরবরাহ কম থাকায় শীতের সবজির দাম কিছুটা বেশি বলে জানানলেন বিক্রেতারা।
রাজধানির কারওয়ান বাজারের আড়তগুলোতে আলু আনতে শুরু করেছেন পাইকাররা। ফলে আলুর সরবরাহ যেমন বেড়েছে, তেমনি দামও কমে এসেছে। এখন পাইকারি পর্যায়ে কেজি ৩২ টাকা আর খুচরা পর্যায়ে ৩৬ থেকে ৪০ টাকা। বিক্রেতারা বলছেন, কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত দামে আলু পাওয়া সরবরাহে ঘাটতি হবে না।
সবজির বাজারে সরবরাহ থাকলেও তা চাহিদার তুলনায় কম বলছেন বিক্রেতারা। বণ্যার প্রভাব সবজি উৎপাদনে পড়েছে, তাই আরো কিছুদিন দাম বেশি থাকবে এমনটাই জানালেন তারা। অন্যদিকে,মৌসুমে সবচি বেশি দামে কিনতে হচ্ছে বলে হতাশ ক্রেতারা। রাজধানীর পাইকারি বাজারে অন্যান্য নিত্যপন্যের সরবরাহ ও দাম অনেকটাই স্বাভাবিক। রিশান নাসরুল্লাহ বাংলাভিশন, ঢাকা