অস্বাভাবিক হারে দাম বাড়লেও ভোজ্যতেল ও চাল আমদানিতে শুল্ক কমানোর যৌক্তিকতা দেখছেন না জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। ভোক্তাদের ক্ষতিকর ভোজ্যতেল কম খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, এ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত কাস্টমস খাতে আয় ৬.৭৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সব মিলিয়ে মহামারির মধ্যে রাজস্ব আয় হয়েছে এক লাখ ১০ হাজার চারশ’ ৩৪ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে চার শতাংশ বেশি। তবে, ছয় মাসে টার্গেটের তুলনায় রাজস্ব ঘাটতি রয়েছে ৩০ হাজার কোটি টাকা। রহমাতুল মুনিমের আশা, করোনার টিকা দেয়া শুরু হলে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তখন রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। দাম অস্বাভাবিক হওয়ার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক কমানো কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না বলে মনে করছেন এনবিআর চেয়ারম্যান।