৬ মাসের মধ্যে অন্তত আরও ৯ টি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর নির্ধারিত বক্তব্য দিতে গিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, সরকারের চেষ্টায় করোনা মহামারি সত্ত্বেও ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে দেশ। পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হলে অর্থনীতিতে আরো ইতিবাচক অর্জন সম্ভব হবে বলে আশা জানান তিনি। এদিকে, টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, মুজিব শতবর্ষে এ পর্যন্ত উনসত্তর হাজার নয়শ’ চারটি পরিবারকে ঘর উপহার দিয়ে পুনর্বাসন করেছে সরকার। এরমধ্যে ৭০৩ টি গৃহহীন পরিবারকে ব্যারাকে নেয়া হয়েছে।