করোনা ভাইরাসের টিকা কেনার জন্য ৯৪ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে এ আশ্বাস দেন এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। মহামারী করোনা দূর করতে নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন মনমোহন। এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছে।
অর্থনৈতিক অঞ্চল উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বা ঋণ সহায়তাসহ এগিয়ে আসার জন্য এডিবি’র প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। এডিবির প্রতিনিধি বলেন, সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে আর্থিক কর্মকান্ড চালু করায় জিডিপিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বিভি/এনজি