আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, রামারবাগ এলাকায় যুবলীগের মোস্তফা গ্রুপের সাথে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল গিয়াসউদ্দিন গ্রুপের মধ্যে। এরই জেরে শুক্রবার রাত আটটায় মোস্তফা গ্রুপের একজনকে পিটিয়ে গুরুতর আহত করে গিয়াসউদ্দিনের লোকজন।
পরে মোস্তফা গ্রুপের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় গিয়াসউদ্দিন গ্রুপের ওপর। দু’পক্ষের দফায় দফায় ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে এক নারীসহ ১৫ জন আহত হয়। তাদের দু’জনকে ঢাকা মেডিকেল ও দু’জনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকিদের ফতুল্লায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানায়, পুলিশ।