হবিগঞ্জ, ময়মনসিংহ ও টেকনাফে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছে। তারা ডাকাত, মাদকব্যবসায়ী ও ধর্ষক বলে দাবি করেছে পুলিশ এবং বিজিবি। ভোরে হবিগঞ্জের চুনারুঘাটের কালিনগর এলাকায় সোলেমান নিহত হওয়ার দাবি করে পুলিশ বলেছে, সে ডাকাত দলের সদস্য। এদিকে, রাত পৌনে একটায় ময়মনসিংহের চরপুলিয়ামারী ও রাত আড়াইটায় কালাহদহ ঈদগাহ মাঠে নিহত হয়েছে দু’জন।
পুলিশ বলছে, তাদের একজন জনি মাদক ব্যবসায়ী। আরেকজন জহির গণধর্ষণ মামলার আসামি। টেকনাফে নিহত দু’জনকে ইয়াবা পাচারকারী বলে দাবি করেছে বিজিবি। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবিও করেছে বিজিবি।