টেকনাফে গুলিতে সাতজন নিহত হয়েছে। RAB এর দাবি বন্দুকযুদ্ধে নিহতরা রোহিঙ্গা ডাকাত। সোমবার ভোরে জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে এ ঘটনা ঘটে। RAB জানায়, জাদিমোড়া পাহাড়ে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকির অবস্থানের খবরে অভিযানে যায় তারা। এসময় দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সাত ডাকাত নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের দাবিও করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
২১ জানুয়ারি, বৃহস্পতিবার ২০২১
সকাল ৮:৩০ : অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’। সকাল ১০:৩০