কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বামী, স্ত্রী ও তাদের সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে স্বামী আসাদের আপন ভাই, ভাগ্নেসহ দুই বোনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কটিয়াদীর জমশাইট গ্রামের মো. আসাদ মিয়া, তার স্ত্রী পারভিন ও তাদের আট বছর বয়সী ছেলে লিয়ন। নিহত আসাদ মিয়া জমশাইট বাজারের ব্যবসায়ী। মোফাজ্জল ও তোফাজ্জল নামে তাদের আরও দু’টি ছেলে রয়েছে। ঘটনার সময় তারা বাড়িতে ছিল না।
এলাকাবাসী জানায়, সকালে আসাদের মেজো ছেলে তোফাজ্জল নানার বাড়ি থেকে ফিরে বাবা-মা ও ছোট ভাইকে না পেয়ে সে পুলিশকে জানায়। এরপর নিখোঁজদের সন্ধানে মাঠে নামে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাড়ির পেছনে একটি গর্ত থেকে একটি হাত দেখা গেলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিসহ নানা বিষয় নিয়ে আসাদের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। জমিজমা ও পারিবারিক বিরোধে এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে আসাদের আপন ভাই দীন ইসলাম, ভাগ্নে আল-আমিন, বোন নাজমা ও জুমেলা বেগমকে আটক করা হয়েছে।