চাঁদা দেয়ার কথা জনসম্মুখে প্রকাশের জেরে অন্ত:সত্তা এক নারীর ওপর বর্বরোচিত হামলা করেছে নোয়াখালীর মামা বাহিনীর গডফাদার রকি। এর আগে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেও আলোচনা আসে রকি বাহিনী। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারনে নিরব আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষের পাশাপাশি ভয়ংকর এই মামা বাহিনীর হাত থেকে রেহাই পাননি ক্ষমতাসীন দলের নেতারাও। নোয়াখালীর মাইজদীতে এখন এসব দৃশ্য নতুন নয়। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে এমন মহড়া প্রায়ই দেখা যায় এই শহরে।
পুরো এলাকার মানুষ এখন জিম্মি স্থানীয় মামা বাহিনীর হাতে। আর এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন বেপরোয়া রকি। নিজেকে স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ বলে পরিচয় দেয় রকি। আর এমপিপুত্র শাবাবের সাথেই রকির ওঠাবসা। নৌ-বাহিনীর এক কর্মকর্তাকে পিটিয়ে আহত করা আরেক এমপি পুত্র ইরফান সেলিমের সাথেও সখ্য তার। এসব রাজনৈতিক পরিচয় বহন করে একের পর এক অঘটন ঘটিয়ে চলছে রকি । নিজ গ্রামের শেফালী বেগমের কাছ থেকে কয়েক দফা চাঁদা নিলেও সেই চাঁদা দেয়া কথা রকির মায়ের কাছে জানিয়েছিল ভুক্তভোগী। আর তাতেই বর্বরোচিত হামলা চালানো হয় শেফালি বেগমের ওপর । ভিডিওটি ভাইরাল হওয়ায় রেহাই দেয়া হয়নি শেফালীর ছেলেকেও। থানায় নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মামা বাহিনীর অত্যাচারে এলাকা ছাড়া অনেক ভুক্তভোগী পরিবার। মুহিবুল্লাহ মুহিব বাংলাভিশন, ঢাকা