গাইবান্ধার গোবিন্দগঞ্জে বান্ধবির বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মানিকপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। তারা হলো- নির্যাতিতার বান্ধবী আদুরী বেগম ও বান্ধবীর স্বামী সোহেল।
পুলিশ জানায়, শুক্রবার সকালে নির্যাতিতা তার বান্ধবীর স্বামীর সাথে মোটরসাইকেলে বেড়াতে যায়। দিনভর গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে অজ্ঞাত স্থানে নিয়ে সোহেলসহ আরো পাঁচজন তাকে ধর্ষণ করে। রাতে উপজেলার বালুয়াবাজারের সামনে কিশোরীকে ফেলে পালিয়ে যায় ধর্ষকরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে।