ভোলা সদর উপজেলার রাজাপুরে ভোলারচর এলাকায় চর দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছে। দু’জন নিখোঁজ হয়েছে বলে থানায় অভিযোগ রয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত রাসেল খাঁ পক্ষের তিনজনকে আটক করলেও নিখোঁজের বিষয়ে কোন তথ্য দিতে পারেনি।
প্রায় ২০ বছর আগে ভোলার মেঘনা নদীর বুক চিড়ে জেগে উঠে “ভোলার চর” নামক এ চর। আমাদের প্রতিনিধি জানান, চরটি জেগে উঠার প্রথম থেকেই দখল নিয়ে শুরু হয় ভূমিদস্যুদের তান্ডব। চরে বিভিন্ন সময় গরু ছাগল, ঘর-বাড়ি লুটপাটসহ শ্লীতাহানীর ঘটনাও ঘটছে। বছরের পর বছর এমন ঘটনার ধাবাবাহিকতায় বিভিন্ন অভিযোগে সোমবার সকালে ঐ চর পরিদর্শনও করেছেন ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার শীল।
এরপর সোমবার বিকালেই স্থানীয় রাসেল খাঁ পক্ষের লোকজন, সেরাজল পক্ষের কয়েকজনের উপর অর্তকিত হামলা চালায়। পাল্টা হামলা চালায় সেরাজল পক্ষের লোকজনও। এ হামলায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতরা ভোলা, বরিশাল ও লক্ষ্মীপুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় সেরাজল পক্ষের রাকিব ও শেখ ফরিদ নামের দুজন নিখোঁজ রয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার আটদিন পার হলেও নিখোঁজ দু’জনের কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। স্বজনদের