সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে মাদারীপুর ও মুন্সীগঞ্জ থেকে সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ছিনতাই হওয়া দু’টি ইজিবাইক।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় এক প্রেস ব্রিফিং-এ জানানো হয়েছে, সাতক্ষীরা জেলা পুলিশের একটি টিম মাদারীপুর ও মুন্সীগঞ্জে চারদিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। ওই ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাউদ্দীন জানান, গত ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানার বিভিন্ন এলাকা থেকে তিনটি ইজিবাইক ছিনতাই হয়। ভাড়া নেওয়ার কথা বলে গন্তব্যে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা চেতনানাশক স্প্রে ও তরল পদার্থ খাইয়ে চালককে অজ্ঞান করে নির্জন স্থানে ফেলে দেয় এবং ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় দু’টি মামলাও হয়েছে। মামলার তদন্তে জানা যায়, ছিনতাইচক্রের সদস্যরা মাদারীপুর ও মুন্সীগঞ্জ জেলার অধিবাসী।
প্রেস ব্রিফিং-এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দীন, এস.আই মোস্তাফিজুর রহমান, এস.আই আহমদ আলী।