জমি সংক্রান্ত বিরোধে জেরে পাবনার সাঁথিয়ায় দু’জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের নাড়িয়া গদাই গ্রামে শনিবার সকালে জমি নিয়ে দুইগ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। নিহত দু’জনের মধ্যে একজন ঘটনাস্থলে, অন্যজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।