সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মামলার পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি। আদালতে বাদিপক্ষের সাক্ষীরা উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো হয়।
রবিবার সকাল ১১ টায় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হকের আদালতে পরবর্তী এ তারিখ নির্ধারণ করা হয়। মামলার বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিপি রাশিদা সাঈদা খানম জানান, একই আদালতে এরইমধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ও ছিনতাই মামলার বিচার কাজ শুরুর আবেদন করেছেন বাদিপক্ষের আইনজীবী। বিচারক তা খারিজ করে আগামী তারিখে সাক্ষী হাজির করার নির্দেশ দেন।
এর আগে, সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই মামলায় গ্রেপ্তার আট আসামিকে আদালতে হাজির করা হয়।