সিরাজগঞ্জে সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম হাসেমের বাসায় বোমা হামলার ঘটনায় নবনির্বাচিত কাউন্সিলরকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।
এই হামলার ঘটনাকে নির্বাচন পরবর্তী সহিংসতা উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডেও সাবেক কাউন্সিলর হাসেম। তিনি বলেন, সোমবার রাতে তার পাঁচতলা ভবনের নীচ তলায় এ ঘটনা ঘটে। বোমা নিক্ষেপের ঘটনায় সাবেক কাউন্সিলর হাসেম, সদ্য নির্বাচিত কাউন্সিলর ভুট্টোকে দায়ী করেছেন এবং এ ব্যাপারে কাউন্সিলর ভুট্টোকে প্রধান আসামি করে ১০/১২ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেছেন হাসেম।
নিজ বাড়িতে বোমা হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সাবেক কাউন্সিলরের
তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে বোমা দু’টি সংগ্রহ করেছে। মামলার পর এজাহারভুক্ত আসামি কাউন্সিলর ভুট্টোর ছোট ভাই বাবুকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হাসেম জানান, ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে তিনি। এজন্য প্রশাসনের কাছে নিরাপত্তা চান এবং প্রধান আসামি কাউন্সিলর ভুট্টোকে গ্রেফতারের দাবী জানান সাবেক এই কাউন্সিলর।