নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মন্ত্রী জানান, ভর্তি নিয়মে পরিবর্তন এনে ঢাকা মহানগরীতে বাড়ানো হয়েছে এলাকাভিত্তিক কোটা। তিনটির পরিবর্তে এবার শিক্ষার্থীরা বেছে নিতে পারবে পাঁচটি স্কুলকে।
করোনা মহামারীর কারণে অনলাইন নির্ভর হয়ে পড়েছে পুরো শিক্ষা ব্যবস্থা। তাই নতুন শিক্ষার্থী ভর্তির পরীক্ষা অনলাইনে হবে না ক্যাম্পাসে হবে সেটি নিয়ে ছিল উদ্বেগ-উৎকন্ঠা। সেটির অবসান ঘটিয়ে শিক্ষামন্ত্রী জানালেন, এবার ভর্তি হতে পরীক্ষা যুদ্ধ নয়, ভাগ্য পরীক্ষায় নামতে হবে শিক্ষার্থীদের।
এখনই বিদ্যালয় খোলার সম্ভাবনা নেই বলেও জানান শিক্ষামন্ত্রী। করোনার কারণে সঠিক সময়ে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণ নিয়েও আছে সংশয়। বই প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও বাতিল করা হয়েছে বই উৎসব। ডিসেম্বরের মধ্যেই এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফলাফলসহ মার্কসিট দেয়া হবে বলেও ব্রিফিংয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রিশান নাসরুল্লাহ বাংলাভিশন, ঢাকা