জনপ্রিয় প্রোডাকশন হাউজ-স্প্ল্যাশ, নতুন বছরের উপহার হিসেবে দর্শকদের জন্য রিলিজ করেছে নাটক “চরমসত্য”। এই উপলক্ষে রাজধানীর বনানীর একটি রেষ্টুরেন্টে গত ২ জানুয়ারি নাটকটির প্রিমিয়ার শো এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাটকের কলাকুশলী, চিত্রাভিনেতা, অভিনেত্রী, জনপ্রিয় গণমাধ্যমকর্মীরা, স্প্ল্যাশ এর শুভানুধ্যায়ীরাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনেকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন যা সেখানে প্রদর্শন করা হয়। ভিডিওবার্তা পাঠিয়েছেন, অভিনেত্রী তানিয়া আহমেদ, অভিনেত্রী ও মডেল নুসরাত, জনপ্রিয় গায়ক এবং মিউজিশিয়ান তানভীর শাহিন, রেডিও ঢোল, হেড অব প্রোগ্রাম জাহিদুল হক অপু, জনপ্রিয় গায়ক দিপ্ত, দি ওয়াটসন ব্রাদার্স ব্যান্ড এর ড্রামার আরাফাত, গায়ক এবং উপস্থাপিকা আলিফ আলাউদ্দিন, গায়িকা নাদেজা সুলতানা আর্নিক, জনপ্রিয় মিডিয়া ব্যাক্তিত্ব, উপস্থাপক আবদুন নুর তুষার, গায়ক রনিসহ আরো অনেকেই।
স্প্ল্যাশ এর দুই কর্নধার নুদরাত তাহসিন এবং জুয়েল এর ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। প্রিমিয়ার শো এর উপস্থাপনায় ছিলেন স্প্ল্যাশ এর ‘বাংলাদেশ অপারেশন ম্যানেজার, নাজমুল হাসান মেহেদী’ ।
“চরম সত্য” নাটকটির প্রেক্ষাপট নিয়ে পরিচালক তানভীর অভি জানান, “সামাজিক চলমান ব্যধি, ধর্ষণ কিংবা নারী নির্যাতনের অলক্ষ্যে একটা মেয়ে কিংবা মানুষের জীবনে যে কি পরিমাণ বাঁধা উপস্থিত হয়, মূলত: সেই নৈঃশব্দের বেদনা নিয়েই চরমসত্য। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রন জানিয়ে তিনি আরো বলেন, নাটকটির মাধ্যমে আমরা মূলত ধর্ষণের শিকার ঐ নারীর প্রতি প্রচলিত ঘৃণার যে হিংস্র নিয়ম মেনে চলি সেটা ভাঙতে চেয়েছি, বাকিটা দর্শক শ্রোতারা বলবেন।
নাটকের অভিনেত্রী ঈষিকা জানান, “আমি নাটকটি করার আগ্রহ পোষণ করেছি মূলত: নাটকের গল্পটার জন্য। এমন অনেক অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি আমাদের হতে হয় আর সেগুলোকে আমরা সংকোচ, সামাজিক লোকলজ্জার ভয়ে চেপে থাকি, অথচ যেগুলো উন্মোচন করা উচিৎ, অন্যদের সহযোগিতা এবং সোচ্চার হওয়া উচিৎ। আর এই চরম সত্যগুলোকে উন্মোচন করার সাহসিকতা নিয়েই নাটকটি, আশা করি দর্শকদের ভালো লাগবে”।
নাটকের অভিনেতা জিলানী তার অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে বলেন, “স্প্ল্যাশ এর সাথে কাজ করার অভিজ্ঞতা নিঃসন্দেহে দারুণ কিছু। এই গল্প নিয়ে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যেন আমি সামাজিক দ্বায়িত্ব পালন করছি, কোন নাটকের অভিনয় নয়। ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের সবারই সোচ্চার হতে হবে, মানবিক দৃষ্টিভঙ্গিতে তাকাতে হবে, নির্যাতিতাদের ভেতর থেকে নিগৃহীত মনোভাব বের করে নিয়ে আসতে হবে। চরমসত্য নিয়ে কাজ করে তার কিছুটা হলেও চেষ্টা করেছি”।
একই অনুষ্ঠানে স্প্ল্যাশ তাদের পরবর্তী নাটকের ঘোষণা দেয়। “আপাতত থাক” নামক নাটকটির ডিরেক্টর তাশফিক শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং নাটকটির ট্রেলার প্রথমবারের মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ ছিলো, প্রিমিয়ার শো এর শেষে লাইভ মিউজিক সেশন। যেখানে গান করেন “pseudos on a wrong route” ব্যান্ড এর শিল্পীরা এবং চমক হিসেবে লাইভ গানে মাতিয়ে রাখেন শিল্পী রনি যিনি স্প্ল্যাশ এর ব্যানারে বৃত্ত গানটি করেছেন।
নাটকটি প্রচার করা হয়েছে স্প্ল্যাশ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (youtube.com/c/splashcpbd)। পুরো অনুষ্ঠানের লাইভ ভিডিও প্রচার করা হয়েছে স্প্ল্যাশ এর অফিসিয়াল ফেসবুক পেইজে (facebook.com/splashcp)।