উত্তম কুমারের জীবন নিয়ে নির্মিত সিনেমায় সুচিত্রা সেন থাকবেন না, তা তো হয় না। আবার মহানায়িকার চরিত্রায়ণ করাও তো চাট্টিখানি কথা না। নানা হিসেব শেষে পর্দায় সুচিত্রা সেন হয়ে আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এখন পর্যন্ত মহানায়কের চরিত্র কে করবেন, তা জানা যায়নি।
বয়োপিক নির্মাণ করবেন অতনু বোস। প্রযোজকদেরও একজন তিনি। টলিউডের অন্যতম বড় বাজেটের এই সিনেমা প্রযোজনা করছে মুম্বাইয়ের এক সংস্থা।
সিনেমায় মহানায়ক উত্তম কুমারের অজানা নানা দিক দেখতে পারবেন দর্শকরা। বায়োপিকে গৌরী দেবীর চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জানা গেছে, মহানায়কের ভূমিকার চরিত্রের চূড়ান্ত তালিকায় শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম আছে।
বিভি/এইচডব্লিউ/এনজি