‘বাবু খাইছো’ দিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া মীর মাসুম এবার নিয়ে আসলো ‘বাবু পরছো’। গানটিতে মীর মাসুমের ছোট ভাই মীর মারুফ ও শিল্পী নাশা কণ্ঠ দিয়েছেন। গানটি ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
মীর ব্রাদার্সের সঙ্গে নতুন মিউজিকটি যৌথভাবে প্রযোজনা করেছে ওয়াটার এইড বাংলাদেশ। মিউজিক ভিডিওটিতে অংশ নিয়েছেন আফজাল সুজন, জাহির আলভি, তারেক তানজ, ফাহাদ, ফিরোজ আল মামুন, অন্তরা, সুবাহ, রাবিনা ও শ্রেয়া।
গান প্রসংগে মীর মারুফ বলেন, ‘‘নাগরিক প্রেমিক-প্রেমিকাদের মুখে প্রায়শই শোনা যায় ‘বাবু’ শব্দটি। সেখান থেকেই তৈরি হয়েছিল ‘বাবু খাইছো?’ গানটি। যা ব্যাপক আলোচনায় আসে। সেই ধারাবাহিকতায় এলো ‘বাবু পরছো?’ গানটি।
এর কথাগুলো এমন- ‘কী বাবুরা বাইরে যাওয়ার জন্য রেডি তো, নাকি/ তবে হয়ে যাক/ আজকাল ঘর থেকে বের হওয়াই ফ্যাক্ট/ হুটহাট ভাইরাসে ইনফেক্টেড/ কখন যে কীভাবে করোনা ছড়ায়/ তাই ভেবে সারাদিন এই মন ডরায়/ লিমিটেড ঘুরাফেরা করো রাতদিন/ হাঁচি-কাশি দিতে গেলে মুখ ঢেকে নিন’’।
বিভি/এইচডব্লিউ/এনজি