শাপলা মিডিয়ার সিনেমা ‘এক পশলা বৃষ্টি’তে গাইলেন সংগীতশিল্পী বেলাল খান ও পড়শী। ‘আকাশ ছোঁয়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন আশিক বন্ধু। সুর-সংগীত করেছেন টিটন। রাজধানীর একটি স্টুডিওতে এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
এ প্রসংগে পড়শী বলেন, ‘গানের গল্প শুনেই এতে কণ্ঠ দিয়েছি। দারুণ চমৎকার একটা কাজ হয়েছে। আশা করছি গানটি শ্রোতাপ্রিয়তা পাবে।’
‘এক পশলা বৃষ্টি’ পরিচালনা করছেন জাফর আল মামুন। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক আসিফ নূর, কায়েস আরজু ও চিত্রনায়িকা আঁচল।
বিভি/এইচডব্লিউ/এনজি