আমন চাষ নিয়ে হাহাকারে উত্তরের কৃষকরা। বানের পানি নামার সাথে সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। তবে মৌসুমের শেষে চারা রোপনে সুফল মিলবে কিনা তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ভাটির টানে নামছে উত্তরবঙ্গের নদ-নদীর পানি। সুযোগ কাজে লাগিয়ে আমন চাষে ঝুকেছে কৃষকরা। উজানের ঢলে এবার বন্যা ছিলো দীর্ঘ সময় জুড়ে।
এতে বালুতে ঢেকে গেছে তৈরি জমি, বীজতলাসহ আমন ক্ষেত। ধানের সঙ্গে মিশে থাকা স্বপ্ন পুরণে ধার- দেনা করে কৃষকরা আবারো নেমেছেন মাঠে। রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলায় বীজতলা, আমন ক্ষেত, পাট, আউশসহ ৪০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। চলতি মৌসুমে ৬ লাখ ৬ হাজার হেক্টরে আমন চাষের লক্ষমাত্রা থাকলেও এপর্যন্ত অর্জন হয়েছে পৌনে ৫ লাখ হেক্টর।