মধুমতির ভাঙনে দিশেহারা ফরিদপুরের আলফাডাঙ্গার তিন ইউনিয়নের মানুষ। নদী গিলছে ফসলি জমি, স্কুল কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা। আগ্রাসী ভাঙনে সব হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। মানবেতর দিন কাটছে তাদের। মধুমতির ভয়াবহ ভাঙনে এরই মধ্যে বিলিন হয়েছে সড়ক, সরকারি স্কুল, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানসহ নানা স্থাপনা ।
নদীর গর্ভে গেছে একটি গুচ্ছ গ্রাম। নদীপাড় থেকে সরিয়ে নেয়া হয়েছে আলফাডাঙ্গার তিন ইউনিয়নের কয়েকশ’ পরিবারকে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙে, নিঃস্ব হয় মানুষ। হতভাগ্যরা অপেক্ষায় থাকে স্থায়ী বাঁধের। বরাদ্দের অযুহাতে দীর্ঘ থেকে আরো দীর্ঘ হয় সে অপেক্ষা।