হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশার সাথে জেঁকে বসেছে শীত। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্য প্রবাহে এ জেলার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাঝে মাঝে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। গরম কাপড় ছাড়া বাইরে বের হওয়া যায় না।
দিনের বেলাতেও যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়েছেন এ জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় চরম দুর্ভোগে তারা। এরইমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২১ হাজার দুইশত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।