শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন ১০ জন।
বরিবার রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল মান্নান হাওলাদারের বাড়িতে হামলা হয়। তিনি অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থী আবুল বাসার চোকদারের সমর্থকরা এ হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন দলের বিদ্রোহী প্রাথী আবুল বাসার চোকদার। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, মেয়র প্রার্থী তাকে হুমকি ধামকি দিচ্ছে এবং তার বাড়িতে হামলা চালিয়েছে। তবে পুলিশ বলছে, কোন পক্ষই এ ঘটনায় এখনো মামলা করেনি।