নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেয়ার আগে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প সমর্থকরা আবারো সশস্ত্র বিক্ষোভ করতে পারে। এমনই সতর্কবার্তা দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। এদিকে, ওয়াশিংটনে জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন।
সোমবার এক প্রতিবেদনে এফবিআই জানিয়েছে, ২০ জানুয়ারির আগে দেশটির ৫০টি রাজ্যের ক্যাপিটলসহ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সমর্থিত উগ্রবাদী সংগঠনগুলোর সমবেত হবার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা আরো জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। এছাড়া, রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সপ্তাহেই ওয়াশিংটনে ১৫ হাজার সেনা মোতায়েন করা হবে বলে জানানো হয়। এদিকে, সহিংস বিক্ষোভের মতো হুমকি এড়াতে ট্রাম্প প্রশাসন জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছে বলে জানান দেশটির নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান চাড ওলফ্। এদিনই পদত্যাগ করেন তিনি। গেল সাতদিনে পদত্যাগ করেন দেশটির শিক্ষামন্ত্রী বেটসি ডেভোস এবং পরিবহনমন্ত্রী ইলেইন চাও। গেল বুধবার ক্যাপিটল হিলের ঐ দাঙ্গায় পুলিশের গুলিতে প্রাণ হারান পাঁচজন।